Tuesday, February 19, 2013

Good Bye DW Bangla

Good Bye DW Bangla
Good Bye DW Bangla
তবে কী সময় হলে গেল বলে ফেলার Good Bye DW Bangla | সম্বভনা নয়, সত্যি বিদায় নিচ্ছে ডয়েচে ভেলে বাংলা অনুষ্ঠান সসম্প্রচার জগৎ থেকে। এখন  দেখার অপেক্ষা শ্রোতাবন্ধুদের জন্য ভবিষ্যতে কী অপেক্ষা করছে। 



১৮ই ফেব্রুয়ারী dw web site এ পড়লাম ...........

ডয়চে ভেলে বাংলা আগামী ১৬ই এপ্রিল থেকে শুরু করবে সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ'৷ সহযোগী বাংলাদেশের একুশে টেলিভিশন৷ কিন্তু এর আগেই ১০ই মার্চ থেকে শেষ হয়ে যাবে ডিডাব্লিউ-র এফএম সম্প্রচার৷

বন্ধ এফএম

ডয়চে ভেলের দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান গ্রেহেম লুকাসের কথায়,‘‘দীর্ঘ আলাপ-আলোচনা এবং চিন্তা-ভাবনার পর ডয়চে ভেলের কর্তাব্যক্তিরা বাংলাদেশে এফএম সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন৷ গত প্রায় তিন বছর যাবৎ বাংলাদেশ বেতারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে আমরা দিনে দু'বার দুটি আধ ঘণ্টার অনুষ্ঠান প্রচার করতাম ঢাকাসহ বাংলাদেশের ছটি শহরে৷ আগামী ৯ই মার্চ এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে৷ এবং তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে ডয়চে ভেলে বাংলার রেডিও সম্প্রচার৷''

কিন্তু কেনডিডাব্লিউ বাংলার এফএম অনুষ্ঠান দুটি তো ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলতাই নয় কি?
উত্তরে গ্রেহেম জানান, ‘‘বাংলাদেশে এফএম অনুষ্ঠান সম্প্রচার করা আমাদের জন্য সত্যই গর্বের বিষয় ছিল৷ এফএম-এর দুটি অনুষ্ঠানই বাংলাদেশে বেশ সফল৷ তাই স্বাভাবিকভাবেইএমন একটা সিদ্ধান্তের ফলে গোটা বাংলা বিভাগ এবং তার কর্মীরা খুব কষ্ট পেয়েছেন৷ কিন্তু অন্য দিক চিন্তা করলে এটা অস্বীকার করা যায় না যেমিডিয়া জগত খুব তাড়াতাড়ি বদলাচ্ছে৷ আমরা নতুন এবং প্রযুক্তিগতভাবে আরো আধুনিক একটি যুগে প্রবেশ করছি৷ তাই অন্যান্য আন্তর্জাতিক মিডিয়ার মতো আমাদেরও আরো উন্নত হতে হবেবিশেষ করে বাংলাদেশের পরিবর্তনশীল মিডিয়ার কথা চিন্তা করে৷''

সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান

তাহলে এফএম বন্ধ হওয়ার পরে কি অন্য কোনো মাধ্যমে ডিডাব্লিউ তার শ্রোতাবন্ধুদের কাছে পৌঁছাতে পারবেএত কষ্টএত বেদনাদায়ক একটা খবরের পরেও কি তাহলে কোনো ভালো খবর আছে?
গ্রেহেম বলেন, ‘‘হ্যাঁএকটা সুখবর আছে বৈকি! আগামী ১৬ই এপ্রিল থেকে আমরা বাংলাদেশে একটি সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান শুরু করতে চলেছিযেটা সম্প্রচার করবে বাংলাদেশেরই একটি টিভি কোম্পানি৷ অনুষ্ঠানটির মূল ‘ফোকাসহবে বিজ্ঞান-প্রযুক্তিপরিবেশ এবং শিক্ষা৷ আমাদের বিশ্বাসআপনারামানে আমাদের যেই শ্রোতারা এ যাবৎ ডয়চে ভেলে বাংলার রেডিও অনুষ্ঠান শুনে এসেছেনতাঁদের এই টেলিভিশন অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে৷ যে বিষয়গুলি আমরা এতদিন এফএম মারফত আপনাদের কাছে তুলে আনতামসেগুলিই এবার ছবির মাধ্যমে আপনাদের কাছে আমরা পরিবেশন করবো৷''

শ্রোতা-পাঠক-দর্শকদের সঙ্গে যোগাযোগ

গত ৩৭ বছর ধরে বাংলা ভাষায় অনুষ্ঠান করে আসছে ডয়চে ভেলে৷ প্রথমে শ্রোতাদের সঙ্গে সেই যোগাযোগ বা সংযোগ ছিল শর্ট ওয়েভের মাধ্যমেতারপর বাংলাদেশ বেতারের সঙ্গে চুক্তির ফলে এফএম-এ অনুষ্ঠান প্রচার করেছে ডিডাব্লিউ৷
কিন্তু সপ্তাহে একটি মাত্র দিন শুধুমাত্র এই টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে কি যথার্থভাবে শ্রোতা-দর্শকদের কাছে পৌঁছানো যাবেএতদিনের বন্ধুদের এতে করে কি ডিডাব্লিউ হারাবে না?
গ্রেহেম লুকাস জানান, ‘‘আমি আশা করবো যে আমাদের এতদিনের শ্রোতারাযাঁরা আজকের ননসেই শর্ট ওয়েভের সময় থেকে আমাদের সঙ্গে আছেন এবং যাঁরা এফএম-এও আমাদের সঙ্গে ছিলেনতাঁরা এই টেলিভিশন অনুষ্ঠানেও আমাদের সঙ্গে থাকবেন৷ আসলে এটা তো অস্বীকার করা যায় না যেটেলিভিশন দক্ষিণ এশিয়ায় দিন দিন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ তাছাড়াআমাদের বিশ্বাস যে আমরা টিভি-র জন্য খুব আকর্ষণীয় একটি অনুষ্ঠান করতে চলেছিযা আপনাদের ভালো লাগবে৷ তবে টেলিভিশনের পাশাপাশি আমাদের ওয়েবসাইটটি তো থাকছেই৷ তাই সব মিলিয়েঅর্থাৎ অনলাইন ও টিভি-র মাধ্যমে একটা সুন্দর ‘প্যাকেজআমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো বলেই আশা করছি৷''
ডয়চে ভেলে বাংলা বিভাগ

Good Bye DW Bangla

খুব একটা আশ্চর্য হইনি। কারন ফারুক ভাইয়ের কাছে অনেক আগেই আমার প্রশ্ন ছিল বাংলা বিভাগের ভবিষ্যত নিয়ে। ভাই DW ছাড়ার আগে বলেছিলেন-"বাংলাদেশ বেতারের সাথে চুক্তি আছে ২০১৩ এর ৯ই মার্চ পর্যন্ত, ততদিন বাংলা অনুষ্ঠান নিয়ে কোন চিন্তার কারন দেখিনা। তবে এর পর কি হবে তা এখনই সঠিক বলতে পারছিনা।" আমার যা বোঝার তখনই বুঝেছিলাম। 
শর্ট ওয়েভ বন্ধের পর কিছুদিন মিডিয়াম ওয়েভ শুনেছিলাম। কারন ঐ একটাই না জানি কবে এটাও বন্ধ হয়ে যায়। আর হয়েও ছিল তাই। এরই মাঝে আনুষ্ঠানিক ভাবে টেকনিক্যাল বিভাগ থেকে জানানো হলো sorry
কষ্টটা মনে সযত্নে লালন করে এসেছি। তবে এফ এম এ অনুষ্ঠান শুনেছি মাত্র হাতে গোনা কয়েকদিন। তাও নুরুননাহার আপার অনুরোধে এবং এফএমএ অনেকে অনুষ্ঠান শুনতে পাননা এমন অভিযোগের কারনে। আর এই সম্প্রচার ব্যবস্থার সঙ্গে DXer দের তেমন একটা সুসম্পর্ক নেই। তাছাড়া আমি মনে করি এটা একটা শহুরে ব্যপার। ইন্টারনেট ও পডকাস্ট ছিল আমার সঙ্গের সাথী। এখন এটাও নেই হয়ে গেল!!
DW 'র সাথে সেই ১৯৮৩ থেকে যখন কিনা আমি মাত্রই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। কতজনকেই তো এর মাঝে Good Bye জানালাম। শুভ্রা দিদিকে তো চীর বিদায় বলে দিলাম। অনেকে এল-- গেল-- বিদায় দিলাম অতি প্রিয় আব্দুল্লাহ আল ফারুক ভাইকে.. দিলাম প্রিয় সাত্তার ভাইকে..... আজ আমি নিজেও ৪০ পেরিয়ে চালশে....আর তাই এখন না হয় DW ই বলে দিলাম..... G O O D   B Y E !!


আশিক
সুনামগঞ্জ
১৯ ফেব্রুয়ারী ২০১৩। 

আরও ফিচার : আশিকের খেরোখাতা


Readers' Choice