জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র ডয়চে ভেলে বাংলা বিভাগ আনন্দের সঙ্গে ছাত্রছাত্রীদের জন্য নতুন এক প্রতিযোগিতা শুরু
করার কথা ঘোষণা করছে৷ বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী
যে-সব ছাত্রছাত্রী বিদেশে
পড়াশোনা করছে তাদের জন্যও এই প্রতিযোগিতা উন্মুক্ত৷
বার্তামাধ্যম হিসেবে ইন্টারনেটের আবির্ভাব এবং আজকের তরুণ প্রজন্মের জীবনের ওপর তার প্রভাব এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু৷
প্রতিযোগিতায় অংশ গ্রহণের উপায়
প্রতিযোগিতায় যোগ দিতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই অন্তত ছয় মাস ধরে
নিয়মিত বিরতিতে ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইট মনিটর ও পর্যালোচনা করতে
হবে এবং তাদের মতামত ও মন্তব্য লিখে
পাঠাতে হবে৷ লেখায় ওয়েবসাইটের গুণ ও দুর্বলতাগুলোর ওপর
জোর দিতে হবে এবং কীভাবে সাইট আরো উন্নত করা যায় সে সম্পর্কে দিতে
হবে প্রস্তাব ও পরামর্শ৷ এজন্য
নীচের বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে:
* ওয়েবসাইটে খবর ও তথ্যের নির্বাচন
* খবরের সাময়িকতা
* ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিকতা
* ওয়েবপেজ-এর উপস্থাপনা
* লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে বেতার সম্প্রচারের গুণগত মান
* ইন্টারঅ্যাকটিভ অপশনস
* বাড়তি পরিসেবা যেমন পডকাস্টিং, আরএসএস ফিড এর কার্যকারিতা
আপনার লেখা মতামতে ওয়েবসাইট দেখার তারিখ ও সময় সম্পর্কে
সুনির্দিষ্ট তথ্য থাকতে হবে৷ লেখা পাঁচ পৃষ্ঠার বেশি হলে চলবে না৷ এবং তা লিখতে হবে
বাংলা ভাষায়৷ আবেদনকারীদের অবশ্যই বাংলা ভাষায় ভাল জ্ঞান থাকতে হবে৷
ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের ঠিকানা:
http://www.dw-world.de/bengali
যেভাবে নির্ধারিত হবে বিজয়ী
বাংলা ওয়েবসাইট সম্পর্কে মতামত প্রেরণকারীদের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে বিজয়ী নির্বাচন করা হবে৷ এজন্য সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া প্রতিযোগীরা টেলিফোন সংযোগের মাধ্যমে একটি জুরিমন্ডলীর সামনে নিজেদের লেখা পড়ার সুযোগ পাবেন৷ চূড়ান্ত বিজয়ী জার্মানির বন শহরে ডয়চে
ভেলে বাংলা বিভাগে শিক্ষানবিশ হিসেবে এক মাস সময়
কাটাবেন৷ এজন্য জার্মানিতে আসা এবং দেশে ফেরার ফ্লাইট, থাকার ব্যবস্থা এবং দৈনন্দিন খরচের জন্য অর্থ পুরস্কার দেবে ডয়চে ভেলে৷
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নাম অবশ্যই বাংলাদেশ, ভারত বা বাইরের কোন
বিশ্ববিদ্যালয় বা উচ্চতর শিক্ষা
ইনস্টিটিউটে তালিকাভুক্ত থাকতে হবে৷ জার্মানির বন শহরে ডয়চে
ভেলে-তে কর্মরত কারো
সঙ্গেই প্রতিযোগীদের কোনভাবে কোন সম্পর্ক থাকলে চলবে না৷
প্রথম পর্যায়ে ১ সেপ্টেম্বর ২০০৯ এর মধ্যে আসা মতামতগুলো থেকে বিজয়ী নির্ধারণ করা হবে৷
ওয়েবসাইট সম্পর্কে মতামত পাঠানোর ঠিকানা:
Deutsche Welle
Mr. Graham Lucas
The Head of the South Asia Department
Kurt-Schumacher-Straße 3
53110 Bonn
Germany
ইমেইল অ্যাটাচমেন্ট করেও মতামত পাঠানো যাবে৷ ঠিকানা: bengali@dw-world.de
----------------------------------
সকলের সুবিধার্থে ডয়েচে ভেলে ওয়েব সাইট থেকে হুবহু তুলে ধরা হলো।
----------------------------------
আমার আরও লেখা : আশিকের খেরোখাতা