Sunday, December 14, 2008

ডয়েচে ভেলে ডিসেম্বর ২০০৮ কুইজ

ডয়েচে ভেলে ডিসেম্বর ২০০৮  এর কুইজ ঘোষনা করেছে। আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে উত্তর পাঠাতে হবে ডয়েচে ভেলের ঠিকানায়।

পৃরস্কার হিসেবে থাকছে একটা গ্রুন্ডিগ রেডিও ও দু’টো ছোট এলটা রেডিও।

ডয়েচে ভেলে ডিসেম্বর ২০০৮ কুইজ প্রশ্ন


ভারত চাঁদে যে মহাকাশযান পাঠিয়েছেতার নাম কি ?
(Picture Credit : Kolkata 24x7)

1) ইনস্যাট ফোর বি
2) চন্দ্রযান-১ নাকী
3) ওস্যানস্যাট

উত্তর পাঠানোর ঠিকানা

বাংলাদেশ: P.O.Box 2170
ভারত : P.O.Box 5211Chanakyapuri, New Delhi 110021

জার্মানি : 53110 BonnGermany
ই-মেলের -এর মাধ্যমেও পাঠাতে পারেন উত্তর৷
ঠিকানা- bengali@dw-world.de

More Quiz on : WSABd Quiz Corner


Readers' Choice