ধান ভানতে শীবের গীত - ২২: এগেইন ফের
এককালে বাংলাদেশ বেতারের বার্তা বিভাগে আমাদের এক সহকর্মী ছিলেন
আলতাফ হোসেন, বেশ ক'বছর
আগে জান্নাতবাসী হয়েছেন। আলতাফ সাহেবের রসবোধ ছিল, অনেক কঠিন
কথাকেও রসিয়ে বলতে পারতেন। নিউজ
ডেস্কে অনেক ব্যস্ততার মধ্যেও
তাঁর মেজাজ চড়তো না। তখন
কম্পিউটার, ল্যাপটপের যুগ আসেনি।