Good Bye: Jade Bells and Bamboo Pipes |
২৪ বছর নিরবিচ্ছিন্ন ভাবে প্রচারের পর আনুষ্ঠানিক ভাবে শেষ হয়ে গেল রেডিও তাইওয়ান ইন্টারন্যাশনালে শ্রোতাপ্রিয় অনুষ্ঠানটি। ২৯ এপ্রিল শেষ পর্ব প্রচারের সাথে সাথে উপস্থাপক Carson Wong জানিয়ে দিলেন Good Bye: Jade Bells and Bamboo Pipes। কার্লসন অনেক আগেই RTI এর নিয়মিত অনুষ্ঠান থেকে বিদায় নিয়েছে। বর্তমানে তিনি কেবল মাত্র সাক্ষাতকার ভিত্তিক অনুষ্ঠান On the Line এর সাথে যুক্ত থাকছেন।