হাসান মীরের স্মৃতি- বিস্মৃতির জীবন : বেতার পর্ব ৫
১৯৭৩ খ্রিস্টাব্দে আমি বাংলাদেশ বেতার, রাজশাহী
কেন্দ্রের বার্তা বিভাগে সাব-এডিটর ছিলাম। এই পর্বের আগের এক লেখায় উল্লেখ করেছি,
তখন আমাদের কোনো সংবাদদাতা বা জেলা প্রতিনিধি ছিলেন না, রাজশাহীতে
কোনো দৈনিক পত্রিকা ছিল না, ঢাকার পত্রিকা আসতো বিকেলে কিংবা সন্ধ্যায়।
সর্বোপরি কেবল সরকারি বা একান্ত নির্ভরযোগ্য সূত্র, যেমন
সরকার দলীয় এম. পি, ছাড়া খবর নেয়াও যেতো না। ফলে সামান্য পাঁচ
মিনিটের একটি বুলেটিনের জন্যে প্রায় রোজই জেলা ও মহকুমা প্রশাসনের কর্মকর্তাদের
সঙ্গে যোগাযোগ করতে হতো।