Radio Rebelde QSL গেরিলা বেবী

Radio Rebelde QSL

আজকের QSL বিচিত্রাতে আমরা ঘুরে আসব Radio Rebelde, Cuba থেকে। তুলে ধরবো Radio Rebelde QSL গেরিলা বেবী’স এর কথা। তবে তার আগে একটু জেনে নেওয়া যাক Radio Rebelde এর কথা। রেবেডে রেডিও যেমন অনেক পুরোনো বেতার কেন্দ্র তেমনি এর ইতিহাসও জড়িয়ে আছে নানান কিংবদন্তী ব্যক্তিদের সাথে। 

Radio Rebelde, Cuba

রেডিও রেবেডে’র যাত্রা শুরু কিউবান বিপ্লবের সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে। Clandestine Radio হিসেবে গেরিলা কমান্ডার আর্নেস্তো চে গুয়েভারা, ১৯৫৮ সালের ২৪ শে ফেব্রুয়ারি পূর্ব কিউবার সিয়েরা মায়েস্ট্রা পর্বতমালার আলতোস দে কনরাডোতে রেডিও রেবেডে প্রতিষ্ঠা করেন। এর এক সপ্তাহ আগে "পাতা দে লা মেসা" তে পৌঁছেছিল বৈদ্যুতিক জেনারেটর এবং রেডিও সরঞ্জাম। এখানে ছিল চে'র কমান্ড পোস্ট, যেখানে চার জন কমরেড গোপনে এই চোরাগোপ্তা রেডিও স্টেশন স্থাপন করে সম্প্রচার শুরু করেছিলেন।
প্রথম সম্প্রচারটি ২০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে  সেদিন, স্টেশনটি তার লোমহর্ষক Call-Sign "Aquí Radio Rebelde" কল্পনা করেনি, যা পরবর্তীতে তাদের ট্রেডমার্ক হয়ে উঠেছিল। বর্তমানে ২৪ ঘন্টা এফএম, এএম ও শর্টওয়েভ ৫০২৫ কিলো হার্জে প্রচারিত হচ্ছে রেডিও রেবেল্ডি। 

Radio Rebelde QSL গেরিলা বেবী

বলার অবকাশ রাখেনা, চে’র নেতৃত্বে রেডিও রেবেডি হয়ে উঠেছিল যুদ্ধকালীন ‍কিউবার অন্যতম সফল এক চোরাগোপ্তা বেতার কেন্দ্র। এই বেতারের মাধ্যমে চে’ সরকারি সেনাদের মনোবল ধ্বংস করে দিতে পেরেছিলেন। আর বাড়িয়েছিলেন গেরিরাদের মনোবল। কিউবান বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রোর ছিল নারী গেরিলা সদস্যও। আর এরাই হয়ে ওঠেন Radio Rebelde QSL গেরিলা বেবী। 
১৯৫৮ সালের শুরুতেই রেডিও রেবেডি শ্রোতাদের পাঠানো শুরু করে "Castro Y Sus Jevas" বা ক্যাস্ট্রো ও তার বেবীস নামের QSL Card. গেরিলা শিবিরে অনেক নারী যোদ্ধা থাকলেও তাদের মধ্যে তিনজন ছিলেন সামনের সারির, আর এই তিনজন ও কমান্ডার ফিডেল কাস্ট্রো’কে নিয়ে মূদ্রিত ছিল এই QSL কার্ড। 
Radio Rebelde QSL

অবশ্যই বলা দরকার রেডিও রিবেল্ডি চোরাগোপ্তা বেতার কেন্দ্র হিসেবে পাহাড়ের গোপন স্থান থেকে প্রচারিত হতো, তাই এই QSL Card পাঠানো হতো তাদের মিয়ামির রাজনৈতীক কার্যালয় থেকে। আর সেখান থেকেই হাত ঘুরে পৌচ্ছে যেত সরকারি সেনাদের হাতেও।

QSL এর আরও মজার খবর : QSL Hub

Readers' Choice