Wednesday, April 14, 2021

Deutsche Welle Drawing Competition


 "The pandemic has seen through the eyes of Children" শিরোনামে Deutsche Welle Drawing Competition এর ঘোষনা দিয়েছে। মূলত কোভিড ১৯ এর ভয়াবহতা শিশুর মনষিকতায় যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এটা তাদের তা লঘবে সাহায্য করবে। 

Deutsche Welle Drawing Competition 2021

বিশ্বের সকল তরুণ ও শিশুদের বর্তমান মহামারীর অভিজ্ঞতা কিভাবে প্রকাশ করছে, তার ছবি ও চিক্রকলা সংগ্রহ করতে আগ্রহী DW। এর জন্য তারা নির্ধারণ করেছে দু’টো প্রশ্ন। 
  1. বিশ্বজুড়ে শিশু এবং তরুণরা কীভাবে  কোভিড ১৯ মহামারীর অভিজ্ঞতা অনুভব করছে? 
  2. কোভিড-১৯ কীভাবে আপনার বাচ্চাদের প্রাত্যহিক জীবনকে প্রভাবিত করে চলেছে?
প্রশ্ন দু’টোর আলোকে আপনার বা আপনার শিশুর আঁকা যে কোন ছবি পাঠিয়ে আপনি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আপনার শিশুর আঁকা চমৎকার ও সুন্দর ছবি পেতে পারে DW চিত্রাঙ্গণ প্রতিযোগিতার মূল্যবান পুরস্কার।

Drawing Competition নিয়মাবলি

  • ছবির সঙ্গে উল্লেখ করতে হবে আপনার  শিশুর
    • নাম
    • বয়স 
    • ঠিকানা  ও 
    • ছবির বিবরণ
  • ছবি পাঠাতে হবে DW-এর দেওয়া লিংকের মাধ্যমে। লিংক ;DW  Drawing
  • ছবি পাঠানো যাবে ০১ মে ২০২১ পর্যন্ত। 
  • মোবাইল এ্যপ থেকে ছবি আপলোডের সমস্যা হলে Deutsche Well ‘র ডেক্সটপ ভার্ষণের মাধ্যমে ছবি পাঠনো যাবে।
  • নির্বাচিত সকল ছবি DW;র কোভিড ১৯ বিষয়ক বিশেষ অনুষ্ঠানে উপস্থাপন করা হবে। 

পুরস্কার

প্রতিটি এন্ট্রি পাবে একটি টেডি বিয়ার সেট। 

আজই অংশ নিন আর জিতে নিন পুরস্কার। 

আরও কুইজের খবর : Quiz Corner

Readers' Choice