ডয়েচে ভেলে বাংলা 06 October 2009 তে সংকলিত আমার ই-পত্রটি এখানে সংরক্ষনের জন্য তুলে রাখলাম।
আপনাদের মতামত | 06.10.2009
সর্বশেষ তথ্য তুলে ধরার যে প্রক্রিয়া
ডয়েচে ভেলে বাংলা 06 October 2009
অনেকদিন পর আমার প্রিয় বেতার জার্মান রেডিও থেকে
প্রচারিত অনুষ্ঠোনের ওপর মতামত জানানোর জন্য কী বোর্ডটা টেনে নিলাম৷ প্রথমেই জানাই
অনেক দিন লিখিনি অর্থ এই নয় যে, অনেক দিন অনুষ্ঠান শুনিনি৷ মূলত অনুষ্ঠান
শুনে তার কারিগরি দিক নিয়ে DW এর সাথে যোগাযোগে কোনদিনই ছেদ পড়েনি৷
আজকের এই লেখার প্রধান কারণের মধ্যে অন্যতম হলো
আজ ৫ ই অক্টোবর বাবল খ্যাত টাইটানিকের নায়িকা রোজ তথা কেট উইন্সলেট এর ৩৪
তম জন্মদিনের কথাটা আমাদের মনে করিয়ে দেয়া৷ ধন্যবাদ জার্মান বেতারকে এই
তথ্যটি উপস্থাপনের জন্য৷
মাইক্রোসফট বিনামূল্যে দিচ্ছে এন্টিভাইরাস
তথ্যটা শুনতে পাওয়া মাত্র কানের পর্দার স্পর্শকাতরতা বাড়িয়েছিলাম বহুগুণ,
অনুষ্ঠান শুনতে শুনতে ভাবছিলাম এই বুঝি শুনতে পারো, কিন্তু
অনুষ্ঠানে তথ্যটা দেওয়া শেষ হলেও ইন্টারনেট থেকে নামানোর লিংকটা দেওয়া হলোনা৷
লিংকটা দিলে মনে হয় আমার মত হাজার খানেক শ্রোতা বিশেষ উপকৃত হতো৷
ইন্টারনেটে ডয়েচে ভেলেকে নতুন নানা অঙ্গিকে
উপস্থাপন ও তা হালনাগাদ করে আমাদের সামনে সর্বশেষ তথ্য তুলে ধরার যে প্রক্রিয়া
ডয়েচে ভেলে চালু করেছে তা প্রশংসার দাবী রাখে৷ আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ
এথানেই শেষ করছি৷
আশিক ইকবাল টোকন, রাজশাহী,
বাংলাদেশ৷
link : www.dw-world.de/dw/article/0,,4767723,00.html