Thursday, January 4, 2024

আশিকের কোলকাতার চিঠি: পর্ব ১ অসমাপ্ত চিত্রনাট্য

আশিকের কোলকাতার চিঠি মূলত কোলকাতা থেকে পাওয়া বন্ধু-শুভাকাঙ্খিদের চিঠিগুলোর ডিজিটাল রুপান্তর। এখানে অনেক সময়ে ছদ্মনাম ব্যবহার করা হবে, স্পর্শকাতর শব্দ মুছে ফেলা হবে। তবে অবশ্যই সাহিত্য-রস যেন নষ্ট  না হয় সেদিকে নজর থাকবে।

আশিকের কোলকাতার চিঠি

Readers' Choice