Wednesday, October 11, 2023

বিবিসির পরীক্ষামূলক স্টেশন 5XX

5XX

১৯২০ এর দশকের গোড়ার দিকে, ব্রিটিশ ব্রডকাস্টিং কোম্পানি (বিবিসি), জাতীয় রেডিও সম্প্রচার নেটওয়ার্ক প্রতিষ্ঠার জন্য একটি উচ্চাভিলাষী যাত্রা শুরু করে। এটা এমন এক সময়ের কথা যখন সম্প্রচার প্রযুক্তির শৈশবকাল ছলছির।আর ট্রান্সমিটারগুলি দেশব্যাপী কভারেজ এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখনকার  বেশিরভাগ ট্রান্সমিটার ছিল প্রায় এক কিলোওয়াট মাঝারি শক্তিসমম্প্রচারের ব্যপ্তী বাড়ানোর জন্য এই প্রযুক্তিগত চ্যালেঞ্জটি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়েছিল যার ফলে জন্ম হয়েছিল "5XX" পরীক্ষামূলক স্টেশনের ।

Readers' Choice