বিবিসি QSL রঙ্গ


BBC Logo (60-70)
সংবাদ পরিবেশনায় বিবিসি’র সুনাম নিয়ে কোন প্রশ্ন ছিলনা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিবিসি’র গ্রহণযোগ্যতা ইতিহাসের পাতায় পাতায়। যদিও বর্তমানে উচ্চারণ ও প্রমিত বাংলা নিয়ে বিবিসি প্রশ্নের মুখে, কিন্তু তার পরেও বিবিসি’র খবর মানে সঠিক খবর। বাংলাদেশের মিডিয়া জগতে স্যাটেলাইট টিভি’র রমরমা প্রসারের আগে, রাজনৈতীক প্রপাগান্ডা তৈরীতেও বিবিসি ছিল অদ্বিতীয়। বিবিসির সংবাদ পাঠক যদি বলতেন আগামি এত তারিখ হরতাল, জনগণ তা মেনে নিয়ে হরতাল পালন করতো। 


সংবাদ পাঠকের এই গ্রহণযোগ্যতার জন্য বিবিসি’র কঠোর অনুশাসন নেপথ্যে কাজ করতো। এমনকি ১৯৩০ সালেও বিবিসি’র সংবাদ পাঠকদের যেমন ছিল আকাশচুম্বি সম্মান তেমনি ছিল পাহাড় সমান চাপও। সে সময়ে স্ক্রিপ্ট যেমন হতে হতো যথাযথ রচনাশৈলী’র তেমনি পড়তেও হতো সঠিক উচ্চারণ ও সাবলিলতার সাথে। (বিবিসি বাংলায়, আজকাল অবশ্য এসবের আকাল খুঁজে পাওয়া যায় হরদম)। সবকিছু হতে হতো ‘পারফেক্ট’।


এটা এতই প্রকট ছিল যে, বিদেশি কোন নেতার নামের সামান্য ভুল উচ্চারণ শুধু সংবাদ পাঠকের না, তার পরিবারের জন্যও ছিল লজ্জার। এখানেই শেষ নয়, সংবাদ পাঠককে সবসময় থাকতে হতো উৎফুল্ল্, যাকে বলে proper frame of mind বিশ্বাস করুন আর না করুন, সংবাদ পাঠের সময় তাদের পড়তে হতো বিশেষ ধরণের জ্যাকেট (tuxedo) যদি রেডিও তে সংবাদ কেবল শোনা যায়, দেখা যায়না। এখানে appearances ই মূখ্য ও শেষ কথা।   


এরপরও তাদের একটা ছোট্ট জিম (ব্যামাগার) ছিল যেখানে তারা তাদের মানষিক চাপ কমানোর জন্য কিছু সময় কাটাতেন আর এই অনুশাসনকে বুড়ো আঙুল দেখাতে ভুল করতেন না। ১৯৩৭ সালেও বিবিবি’র সংবাদ পাঠকদের এই অবসরকালীন ক্রিয়াকলাপ নিয়ে একটা QSL শ্রোতাদের পাঠানো হয়। এই QSL এ দেখা যায় শুধুমাত্র অন্তরবাস পরে সংবাদ পাঠকেরা বিভিন্ন ভঙ্গিমাতে দাড়িয়ে আছেন।
[BBC QSL 1937 © Elmer Dixon, BLANDX] 
পাঁচদিনে অল্প কিছু শ্রোতাদের QSL পাঠনো হয়। মজার কথা, এ QSL শুধুমাত্র প্রকৌশল বিভাগ তৈরী করে, তাও আবার ম্যানেজমেন্টকে না জানিয়ে। সংবাদ পাঠক ও প্রকৌশলীদের অনুশাসন ভঙ্গের এই ঘটনায়, ম্যানেজমেন্ট উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সব QSL পুড়িয়ে ফেলা হয়। বৃটিশ ডাক বিভাগের সহায়তায় বেশ কিছু QSL জব্দ করা হয়। তারপরও কিছু QSL শ্রোতাদের হাতে পৌচ্ছে গেলে বিবিসির এ অনুশাসনের বিষয়টা প্রকাশ হয়ে পড়ে। 


[সূত্র ও ছবি BLANDX এর সৌজন্যে পাওয়া। ছবির কপিরাইট BLANDX co-founder Elmer Dixon এর, যিনি কাকতালীয়ভাবে সে সময় London Grove, Pennsylvania ছিলেন।

Readers' Choice